৭ জুন, শুক্রবার, সকাল ১০টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে “নজরুল নাটকের কথা” শিরোনামে বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে একটি সেমিনার আয়োজিত হয়। সেমিনারটি সঞ্চালনা করেন ড. রতন সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন প্রথিতযশা নজরুলবোদ্ধা, নাট্য পরিচালক, নাট্যনির্মাতা ও প্রাজ্ঞ ব্যক্তিগণ এবং আলোচক হিসেবে নজরুলের নাটকের বিভিন্ন দিক নিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল আলোচনা করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমিনুর রহমান সুলতান এবং সভাপতিত্ব করেন বাঁশরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।
গত ৯ ও ১০শে ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বাঁশরীর আয়োজনে দু’দিন ব্যাপী লেটোগান ও অভিনয় বিষয়ক কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়।
কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ও সাহিত্যিক জীবনে অক্টোবর বিপ্লবের প্রভাব অনস্বীকার্য। তাঁর নানা লেখায় অক্টোবর বিপ্লবের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব দৃশ্যমান। অক্টোবর বিপ্লব যেখানে সারা বিশ্বেই এক যুগান্তকারী ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে সেখানে নজরুলের অক্টোবর বিপ্লব দ্বারা আন্দোলিত ও প্রভাবিত হওয়াটা স্বাভাবিক। নজরুলের ব্যক্তিজীবন, তাঁর চিন্তাধারা এবং তাঁর বিভিন্ন লেখাতে অক্টোবর বিপ্লবের স্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়।
বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র ২২শে মাঘ রবিবার ১৪২৯/০৫ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫.০০ ঘটিকায় ঢাকার কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) সহযোগিতায় “নজরুল চর্চার নানা দিক” শীর্ষক একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
গত ১৭ নভেম্বর ২০২৩ তারিখে ঢাকা প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাঁশরীর উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় ‘কারার ঐ লৌহকপাট’ গানের শতবর্ষ পূর্তি ও সুর বিকৃতির প্রতিবাদে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাঁশরী ২০১৬ সালের ৩০শে জুলাই ঢাকা প্রেস ক্লাবে “সাম্যবাদী কবিতাগুচ্ছের ৯০ বছর” পূর্তি উপলক্ষে বাঁশরী এক আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে।
গত ২০ ডিসেম্বর, ২০২২ তারিখে বাঁশরীর আয়োজনে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র সহযোগিতায় ঢাকার কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে দুই বাংলার কবি, সাহিত্যিক ও শিল্পীদের নিয়ে ‘নজরুল আমার জাতীয় কবি’ শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।