20 December 2022
নজরুল আমার জাতীয় কবি
গত ২০ ডিসেম্বর, ২০২২ তারিখে বাঁশরীর আয়োজনে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র সহযোগিতায় ঢাকার কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে দুই বাংলার কবি, সাহিত্যিক ও শিল্পীদের নিয়ে ‘নজরুল আমার জাতীয় কবি’ শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী ও কবি নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব খিলখিল কাজী। সভাপতিত্ব করেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোঃ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অগ্নিশিখা, কলকাতা; বিশিষ্ট নজরুল-প্রেমী জনাব আতাউল্লাহ খান আতা, ঢাকা; কবি আরণ্যক বসু, কলকাতা; কবি তাহেরা খাতুন, ঢাকা; কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা; কবি অরুণ চক্রবর্তী, কলকাতা; বাচিকশিল্পী টিটো মুন্সী, ঢাকা।
বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র সভাপতি ড ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। অভ্যাগত অতিথিবৃন্দের বক্তব্যের পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’ ও ভারতের শিল্পীবৃন্দ। “বিদ্রোহী” কবিতা আবৃত্তি করেন বাঁশরীর বাচিকশিল্পী সজীব গাজী । উপস্থিত দর্শক-শ্রোতাগণ দাঁড়িয়ে কালজয়ী এ কবিতা আবৃত্তিতে গলা মেলান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আফরিন অথৈ।
কাজী নজরুল ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতিধর্মী “মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান” গানে উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শক-শ্রোতাগণ সমস্বরে গলা মেলান।