শিল্পকলা একাডেমিতে “নজরুল নাটকের কথা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

07 June 2024

শিল্পকলা একাডেমিতে “নজরুল নাটকের কথা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

৭ জুন, শুক্রবার, সকাল ১০টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে “নজরুল নাটকের কথা” শিরোনামে বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে একটি সেমিনার আয়োজিত হয়। সেমিনারটি সঞ্চালনা করেন ড. রতন সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন প্রথিতযশা নজরুলবোদ্ধা, নাট্য পরিচালক, নাট্যনির্মাতা ও প্রাজ্ঞ ব্যক্তিগণ এবং আলোচক হিসেবে নজরুলের নাটকের বিভিন্ন দিক নিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল আলোচনা করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমিনুর রহমান সুলতান এবং সভাপতিত্ব করেন বাঁশরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।


সভাপতির বক্তব্যে ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, তিনি মূলত নজরুলের জলবায়ু নিয়ে লেখা পড়ে পরিবেশ নিয়ে কাজ করতে অধিকতর উৎসাহী হন এবং পরিবেশের উন্নয়নে কাজ করতে ব্রতী হন। তিনি তাঁর বক্তব্যে বলেন, নজরুলের নাটকগুলো নতুন আঙ্গিকে আবিষ্কারের অনেক সুযোগ রয়েছে এবং তিনি উপস্থিত নাট্যজনদের এগুলো আবিষ্কার করার আহ্বান জানান। এছাড়াও মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বাঁশরীর উদ্যোগে নজরুল ফেলোশিপ বা বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান। নজরুলের বহুমাত্রিক দিকগুলো আবিষ্কার করতে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। নতুন কাজের জন্য একটা ধাক্কা দিতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন। 


আলোচক হিসেবে নাট্যনির্দেশক গোলাম সারোয়ার বলেন, নজরুল দুই ঘরানার নাট্যকার। একদিকে তিনি আধুনিক নাট্যকার, অন্যদিকে লোক নাট্যকার।


অন্যান্য আলোচকগণ নজরুলের নাটকের বিভিন্ন দিক ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন।

ড. রতন সিদ্দিকীর সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় সেমিনারের সমাপ্তি ঘটে।