“অক্টোবর বিপ্লবের ১০০ বৎসর ও কাজী নজরুল ইসলাম” শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত

18 November 2017

“অক্টোবর বিপ্লবের ১০০ বৎসর ও কাজী নজরুল ইসলাম” শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত

কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ও সাহিত্যিক জীবনে অক্টোবর বিপ্লবের প্রভাব অনস্বীকার্য। তাঁর নানা লেখায় অক্টোবর বিপ্লবের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব দৃশ্যমান। অক্টোবর বিপ্লব যেখানে সারা বিশ্বেই এক যুগান্তকারী ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে সেখানে নজরুলের অক্টোবর বিপ্লব দ্বারা আন্দোলিত ও প্রভাবিত হওয়াটা স্বাভাবিক। নজরুলের ব্যক্তিজীবন, তাঁর চিন্তাধারা এবং তাঁর বিভিন্ন লেখাতে অক্টোবর বিপ্লবের স্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়।


নজরুল ও অক্টোবর বিপ্লবের এই সুগভীর আন্তঃসম্পর্ক ও এর গুরুত্বের কারণে বাঁশরী অক্টোবর বিপ্লবের ঐতিহাসিক ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০১৭ সালের ১৮ নভেম্বর “অক্টোবর বিপ্লবের ১০০ বৎসর ও কাজী নজরুল ইসলাম” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনাসভাটি অনুষ্ঠিত হয় ঢাকার শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে।

এই অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত ও অধ্যাপক ড. এমএম আকাশ, বিশিষ্ট আবৃত্তিকার সীমা ইসলাম। আমন্ত্রিত অতিথিগণ নজরুল ও অক্টোবর বিপ্লব নিয়ে আলোচনা করেন এবং নজরুলের ব্যক্তি ও সাহিত্যিকজীবনে অক্টোবর বিপ্লবের প্রভাব ও তাঁর সাহিত্যে এর প্রতিফলন নিয়ে আলোচনা করেন। এতে সভাপতিত্ব করেন বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।

আলোচনার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর কর্মীগণ সমবেত কণ্ঠে কাজী নজরুল ইসলামের বিপ্লবী সংগীত পরিবেশন করেন।

আলোচনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অর্থনীতিবিদ সুজিত চৌধুরী।