মহাষষ্ঠীতে বাঁশরীর নজরুল রচিত দুর্গাসংগীত পরিবেশন

09 October 2024

মহাষষ্ঠীতে বাঁশরীর নজরুল রচিত দুর্গাসংগীত পরিবেশন

শারদীয় দুর্গোৎসব উৎসব উপলক্ষে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র বরাবরের মত এবারও সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত দুর্গা সংগীতের আসর আয়োজন করেছে। এবার মহালয়া থেকে শুরু করে মহানবমী পর্যন্ত বাঁশরী ঢাকা মহানগরীর বিভিন্ন মন্দিরে বাঁশরীর শিল্পীগণ নজরুল রচিত দুর্গাসংগীত পরিবেশন করেন।


গুলশান-বনানী পূজা মণ্ডপে গত ৯ অক্টোবর মহাষষ্ঠীতে বাঁশরী নজরুল রচিত দুর্গাসংগীত পরিবেশন করে। দুর্গাসংগীতের এ পরিবেশনায় অংশগ্রহণ করেন বাঁশরীর শিল্পী সুদাম কুমার বিশ্বাস, সিদ্ধার্থ গোলদার, তাপসী রায়, সংগীতা পাল, উম্মে রুমা ট্রফি, পরেশ পাল ও নওশীন অমি।

বাঁশরীর ব্যানারে শিল্পীগণ মঞ্চে জয় দুর্গে, জয় দুর্গে……, মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে……, মাটির প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে……, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন……, এলো রে এলো ঐ রণ-রঙ্গিণী শ্রীচন্ডী, চন্ডী এলো রে এলো ঐ…. পরিবেশন করেন।