নজরুল আড্ডা, ২০শে অক্টোবর ২০২৪

20 October 2024

নজরুল আড্ডা, ২০শে অক্টোবর ২০২৪

২০শে অক্টোবর ২০২৪ তারিখ বাংলা মাসের ১ম রবিবার বিকাল ৫টায় বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে মাসিক নজরুল আড্ডা অনুষ্ঠিত হয়। সজীব গাজীর সঞ্চালনায় আড্ডায় সংগীত পরিবেশন করেন বাঁশরীর নিয়মিত শিল্পীসহ অতিথি শিল্পীবৃন্দ। আড্ডায় উপস্থিত ছিলেন নজরুল অনুরাগী, ভক্ত, বাঁশরীর শিল্পী ও বন্ধু’র কর্মীগণ।   

শিল্পী তাপসী রায় পরিবেশন করেন “এবার নবীন মন্ত্রে হবে……”, “তুমি সুন্দর কপট হে নাথ”…। শিল্পী পরেশ পাল গেয়ে শোনান “গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ বহিয়া চলেছে…”, “তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু…”। শিল্পী রেহানা পরিবেশন করেন “আজও মধুর বাঁশরি বাজে”, “
গোধূলি লগনে বুকের মাঝে”, “বাজে মঞ্জুল মঞ্জির রিনিকি ঝিনি নীর ভরণে চলে রাধা বিনোদিনী….”

নাদিয়া আরেফিন শাওন “আমি তব দ্বারে প্রেম-ভিখারি” ও “খড়ের প্রতিমা পূজিস্‌ রে তোরা, মাকে ত’ তোরা পূজিস্‌নে! প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে (ঘরে ঘরে ওরে) হায় রে অন্ধ, বুঝিস্‌নে।।” গেয়ে শোনান।

“এ-কূল ভাঙে ও-কূল গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলা আমির, রে ভাই (ও ভাই) ফকির, সন্ধ্যাবেলা॥” ও শ্যামা সংগীত “আয় মা ডাকাত কালী, আমার ঘর কর ডাকাতি…” পরিবেশন করেন শিল্পী হৃদয় হোসেন। শিল্পী গোধূলি গোমেজ শোনান “কে পরালো মুণ্ডমালা আমার শ্যামা-মায়ের গলে…”।  শিল্পী সংগীতা পালের কণ্ঠে দর্শক-শ্রোতাগণ উপভোগ করেন “আনন্দ রে আনন্দ, আনন্দ আনন্দ, দশ হাতে ঐ দশ দিকে মা ছড়িয়ে এলো আনন্দ।” তার সাথে গলা মেলান উপস্থিত শিল্পী-দর্শক-শ্রোতাবৃন্দ। এরপর আড্ডার সর্বশেষ পরিবেশনা হিসেবে তিনি “ওমা দনুজ-দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণ-দাত্রী” গানটি শোনান। আড্ডা শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একটি খাবার আয়োজন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. অনিমেষ সরকার, ডিজিএম (অপারেশন) অতনু সরকার, ডেপুটি ম্যানেজার (এইচআর) আশাপূর্ণা রায় তন্দ্রা, কৃষি উপদেষ্টা বিভূতিভূষণ সরকার আড্ডায় উপস্থিত সবাইকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।