10 October 2024
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সপ্তমীতে বাঁশরীর দুর্গাসংগীত পরিবেশন
প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত দুর্গা সংগীত বিভিন্ন মন্দিরে পরিবেশন করে আসছে। এই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ১০ আগস্ট ২০২৪ সন্ধ্যা ৭টায় ৭মীতে ঢাকার খামারবাড়ি পূজামণ্ডপ ও রামকৃষ্ণ মিশনে বাঁশরীর শিল্পীবৃন্দ “জয় দুর্গে, জয় দুর্গে”……, “আনন্দ রে আনন্দ”……, “ওরে আয় অশুচি, আয়রে পতিত”……, “মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে”….,দুর্গাসংগীত পরিবেশন করেন। পাশাপাশি নজরুল রচিত কবিতা আবৃত্তি করেন চন্দ্রিমা দেয়া।
এ পরিবেশনায় অংশগ্রহণ করেন বাঁশরীর নিয়মিত শিল্পী সুদাম কুমার বিশ্বাস, হৃদয় হোসেন, স্বপন চন্দ্র দাস, রেহানা পারভীন হাসি, গোধূলি গোমেজ। নজরুল রচিত “রক্তাম্বর-ধারিণী মা” কবিতা আবৃত্তি করেন চন্দ্রিমা দেয়া।