সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে  তারুণ্যের উৎসবে বাঁশরী

19 February 2025

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসবে বাঁশরী

“নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” “Change the country, change the world” থিম নিয়ে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তারুণ্যের উৎসব ২০২৫ আয়োজনের ধারাবাহিকতায় গত ১৬, ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।


এ উৎসব উপলক্ষে আয়োজন করা হয় মেলা, প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। তারুণ্যের এ উৎসবে স্কাউটসহ শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন খাবার ও নানারকম স্টল নিয়ে অংশগ্রহণ করে। বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র এ উৎসবে তাদের স্টলে কাজী নজরুল ইসলাম রচিত বই প্রদর্শন ও ৫০ শতাংশ ছাড়ে সরবরাহ করে।


পাশাপাশি বাঁশরীর শিল্পীগণ এ উৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম রচিত সংগীত পরিবেশন করে। বাঁশরীর শিল্পীদের মধ্যে গৌরি নন্দী, জাবুল ইসলাম, নাদিয়া আরেফিন শাওন, সিদ্ধার্থ গোলদার, সংগীতা পাল, রাজিয়া সুলতানা মিশি, রেহানা পারভীন হাসি, পরেশ পাল সংগীত পরিবেশন করেন।


কাজী নজরুল ইসলাম রচিত গানের ছন্দে নৃত্য পরিবেশন করে বাঁশরীর নৃত্যশিল্পী পৃথুলা দত্ত প্রজ্ঞা।

 ফেসবুক লাইভে প্রচারিত বাঁশরীর শিল্পীদের পরিবেশনা দেখতে এই লিঙ্কে  ক্লিক করুন। https://fb.watch/x_o3ux7v3c/

https://fb.watch/x_oOJ9UO7A/