11 October 2024
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমীতে বারিধারা পূজামন্ডপে বাঁশরীর আয়োজনে দুর্গা সংগীত
গত ১১ই অক্টোবর ২০২৪ শুক্রবার অষ্টমীতে ঢাকা মহানগরীর বারিধারা পূজা মন্ডপে সন্ধ্যা ৭ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিরচিত দুর্গা সংগীতের আসর অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন বাঁশরীর কণ্ঠশিল্পী ও কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পীগণ।
এ পরিবেশনায় অংশগ্রহণকারী শিল্পীরা হলেন:- ১. সুদাম কুমার বিশ্বাস, ২. সিদ্ধার্থ গোলদার, ৩. মিলন পোদ্দার,
৪. সঙ্গীতা পাল, ৫. নওশীন অমি, ৬. রাজিয়া সুলতানা মিশি, ৭. রেহানা পারভিন হাসি এবং কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী সজীব গাজী।
কণ্ঠ শিল্পীগণ নজরুল রচিত “জয় দুর্গে, জয় দুর্গে”……, “মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে”……, “আনন্দ রে আনন্দ, আনন্দ রে আনন্দ”…., “ওরে আয় অশুচি আয়রে পতিত এবার মায়ের পূজা হবে”, “এলো রে এলো ঐ রণ-রঙ্গিণী”…., “খড়ের প্রতিমা পূজিস রে তোরা”…., মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান প্রভৃতি গেয়ে শোনান।
বাঁশরীর বাচিকশিল্পী সজীব গাজী কাজী নজরুল ইসলাম রচিত “রক্তাম্বরধারিণী মা” কবিতাটি আবৃত্তি করেন।