আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইরে বাঁশরীর সাংস্কৃতিক পরিবেশনা

21 February 2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইরে বাঁশরীর সাংস্কৃতিক পরিবেশনা

৮ ফাল্গুন ১৪৩১ (২১শে ফেব্রুয়ারি ২০২৫) তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বলধারায় অবস্থিত রফিকনগর গ্রামে ভাষা শহিদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে বাঁশরী ভাষা সংগ্রামী ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে “অমর একুশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম –এর গান” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এতে বাঁশরীর নিয়মিত শিল্পীগণ অংশগ্রহণ করেন।  


প্রথমে বাঁশরীর শিল্পীবৃন্দ শহিদ মিনারে মহান ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম রচিত সংগীত পরিবেশন করেন।


বাঁশরীর শিল্পীদের মধ্যে এ সঙ্গীতানুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী সুদাম কুমার বিশ্বাস, গুলে ফেরদৌস লতা, সিদ্ধার্থ গোলদার, উম্মে রুমা ট্রফি, পরেশ পাল, গৌরি নন্দী ও পৃথুলা দত্ত প্রজ্ঞা।