21 August 2023
সাতক্ষীরার শ্যাম নগরে অনুষ্ঠিত হলো 'পানি উৎসব'
১৫ ও ১৬ জানুয়ারী, ২০২৩, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর পানীয় জল সরবরাহ প্রকল্পের অধীনে পানীয় জল সরবরাহ প্ল্যান্টের শুভ উদ্বোধন উপলক্ষে আটুলিয়া ইউনিয়ন পরিষদের নিকটবর্তী নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি জল উত্সব অনুষ্ঠিত হয়, শ্যামনগর, সাতক্ষীরা। দুই দিনব্যাপী মেলাটি ১৫ জানুয়ারী, ২০২৩ এ শুরু এবং ১৬ জানুয়ারী শেষ হয়।
এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জগলুল হায়দার এমপি। জনাব এস এম আতাউল হক দোলন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্যামনগর, সাতক্ষীরা; জনাব মোঃ মোক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা; জনাব মোঃ আবু সালেহ বাবু, চেয়ারম্যান, আটুলিয়া ইউনিয়ন পরিষদ, শ্যামনগর, সাতক্ষীরা; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্যামনগর, সাতক্ষীরা।
এতে সভাপতিত্ব করেন নওয়াবেকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আসাদুজ্জামান মিঠু, আটুলিয়া, শ্যামনগর, সাতক্ষীরা।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানের পর ছিল নজরুল সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা, ছেলেদের মোরগ লড়াই, মেয়েদের বিস্কুট দৌড়। অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন পানি প্লান্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
১৬ জানুয়ারি পুরুষদের জন্য কাবাডি প্রতিযোগিতা, মিউজিক্যাল বল পাস ও নারীদের জন্য বেলুন খেলার আয়োজন করা হয়। এই আয়োজনে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) স্টলে ‘বন্ধু’র বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমসমূহ উপস্থাপন করা হয়। পানীয় জল সরবরাহ প্রকল্পের কার্যক্রম ডেমোর মাধ্যমে স্টলে প্রদর্শিত হয়। এছাড়াও বিভিন্ন উদ্যোক্তা এ পানি উৎসবে অংশ নেন এবং নিজেদের পণ্য প্রদর্শন করেন। এগুলোর মধ্যে ছিল নার্সারি, পিঠার স্টল। দুই দিনব্যাপী এ পানি উৎসব সমাপ্ত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে।