
04 October 2024
টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে নজরুল জয়ন্তী ২০২৪ অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি,
আমাদের মুক্তি এই মূলমন্ত্রকে উপজীব্য করে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে
বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে। এই ধারাবাহিকতায়
৪ ও ৫ অক্টোবর শুক্র ও শনিবার টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “নজরুল জয়ন্তী
২০২৪” শীর্ষক অনুষ্ঠানে নজরুল রচিত নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত ংগা
দুইদিনব্যাপী এ অনুষ্ঠানে আয়োজন ছিল সংগীত, দলীয় নৃত্য, একক আবৃত্তি, নাটক, লেটো নাটক প্রভৃতি। এ অনুষ্ঠানমালা সাজানো হয়েছিলো কয়েকটি ভাগে।
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার
সন্ধ্যা ৬.৩০ টা উদ্বোধনী অনুষ্ঠান
ক. স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা
খ. দলীয় নৃত্য, পরিবেশনা: কবিরুল ইসলাম রতন ও তার দল
গ. একক আবৃত্তি
ঘ. নাটক: সেতু-বন্ধ, পরিবেশনায়: বাঁশরী রেপার্টরি থিয়েটার
৫ অক্টোবর ২০২৪, শনিবার
সন্ধ্যা ৬.৩০ টা
ক. স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা
খ. নৃত্যনাট্য: বনের বেদে, পরিবেশনা: ময়মনসিংহ নৃত্যদল
গ. একক আবৃত্তি
ঘ. লেটো-নাটক: স্বামী-স্ত্রীর ঝগড়া, পরিবেশনায়: বহর নাট্য নৃত্যদল
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বাঁশরী বহিরঙ্গে কবি নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশিত নজরুল রচিত পুস্তক ও নজরুলের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শনীর আয়োজন করে।
দু’দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ও নাট্য নির্দেশক গোলাম সারোয়ারসহ সংস্কৃতি ও বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নজরুল জয়ন্তীর এ আয়োজন বাঁশরীর ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে সম্প্রচার করা হয়। লাইভটি দেখতে এ লেখার ওপর ক্লিক করুন।