টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে নজরুল জয়ন্তী ২০২৪ অনুষ্ঠিত

04 October 2024

টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে নজরুল জয়ন্তী ২০২৪ অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের মুক্তি এই মূলমন্ত্রকে উপজীব্য করে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে। এই ধারাবাহিকতায় ৪ ও ৫ অক্টোবর শুক্র ও শনিবার টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “নজরুল জয়ন্তী ২০২৪” শীর্ষক অনুষ্ঠানে নজরুল রচিত নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত ংগা

দুইদিনব্যাপী এ অনুষ্ঠানে আয়োজন ছিল সংগীত, দলীয় নৃত্য, একক আবৃত্তি, নাটক, লেটো নাটক প্রভৃতি। এ অনুষ্ঠানমালা সাজানো হয়েছিলো কয়েকটি ভাগে।

৪ অক্টোবর ২০২৪, শুক্রবার

সন্ধ্যা ৬.৩০ টা উদ্বোধনী অনুষ্ঠান

ক. স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা

খ. দলীয় নৃত্য, পরিবেশনা: কবিরুল ইসলাম রতন ও তার দল

গ. একক আবৃত্তি

ঘ. নাটক: সেতু-বন্ধ, পরিবেশনায়: বাঁশরী রেপার্টরি থিয়েটার


 ৫ অক্টোবর ২০২৪, শনিবার

সন্ধ্যা ৬.৩০ টা

ক. স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা

খ. নৃত্যনাট্য: বনের বেদে, পরিবেশনা: ময়মনসিংহ নৃত্যদল  

গ. একক আবৃত্তি

ঘ. লেটো-নাটক: স্বামী-স্ত্রীর ঝগড়া, পরিবেশনায়: বহর নাট্য নৃত্যদল

 

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বাঁশরী বহিরঙ্গে কবি নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশিত নজরুল রচিত পুস্তক ও নজরুলের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শনীর আয়োজন করে।

 

দু’দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ও নাট্য নির্দেশক গোলাম সারোয়ারসহ সংস্কৃতি ও বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নজরুল জয়ন্তীর এ আয়োজন বাঁশরীর ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে সম্প্রচার করা হয়। লাইভটি দেখতে এ লেখার ওপর ক্লিক করুন।