26 July 2023
শোকের মহররম উপলক্ষে কবি নজরুলের মর্সিয়া
শোকের মহররম উপলক্ষে বাঁশরী ২৬ শে জুলাই ২০২৩ ঢাকার মিরপুরে অবস্থিত কারবালায় কবি নজরুলের মর্সিয়া সংগীত অবলম্বনে মর্সিয়া অনুষ্ঠান আয়োজন করে ।
এতে কবি কাজী নজরুল ইসলাম রচিত মর্সিয়া পরিবেশন করেন বাঁশরীর শিল্পী- রুমী আজনবী, সিদ্ধার্থ গোলদার, জাবুল ইসলাম, এমএ কাশেম শেখ। আবৃত্তি পরিবেশন করেন বাঁশরীর বাচিকশিল্পী সজীব গাজী। নিবেদনে- বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র।