মহালয়া উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে দুর্গা সংগীতের আসর (Durga Sangeet Session Held at Mirpur Central Temple on the Occasion of Mahalaya, Durga Puja)

14 October 2023

মহালয়া উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে দুর্গা সংগীতের আসর (Durga Sangeet Session Held at Mirpur Central Temple on the Occasion of Mahalaya, Durga Puja)

গত ১৪ই অক্টোবর ২০২৩ শনিবার সন্ধ্যা ৭টায় শুভ মহালয়া উপলক্ষে বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র মিরপুর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত শ্রী শ্রী দুর্গা সংগীতের আসর আয়োজন করে। 

এতে নজরুল রচিত দুর্গা সংগীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পীবৃন্দ। শিল্পী সুদাম কুমার বিশ্বাসের নেতৃত্বে এতে সংগীত পরিবেশন করেন শিল্পী সিদ্ধার্থ গোলদার, পরেশ পাল, রাজিয়া সুলতানা মিশি, তাপসী রায়, দীপান্তিকা গোলদার, নওশীন অমি, মনসুর রহমান, সুমন চন্দ্র দাস, হৃদয় হোসেন, গৌধূলী গোমেজ, পূরবী রায়, গুলে ফেরদৌস লতা, মিলন পোদ্দার, স্বপন চন্দ্র দাস এবং অর্পণ প্রমুখ। শিল্পীগণ একে একে নজরুল রচিত – ১। প্রণমামী শ্রী দুর্গে নারায়ণী ২। ওরে আলয়ে আজ মহালয়া ৩। আনন্দ রে আনন্দ ৪। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে ৫। ওরে আয় অশুচী, আয় রে পতিত ৬। ওমা দনুজ দলনী মহাশক্তি ৭। মায়ের আমার রূপ দেখে যা ৮। আমার হাতে কালি মুখে কালি মা ৯। কালো মেয়ের পায়ের তলায় ১০। আমি বেল পাতা জবা দেব না পরিবেশন করেন।