নজরুল উৎসব, নড়াইল-২০২৩

30 September 2023

নজরুল উৎসব, নড়াইল-২০২৩

৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, সকাল ১১টায় নড়াইলের জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থিত নজরুল মঞ্চে বাঁশরী ও অগ্নিবীণার আয়োজনে “নজরুল উৎসব, নড়াইল-২০২৩” শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক জনাব এ. এফ. এম. হায়াতুল্লাহ সহ প্রশাসন, সমাজ, সাহিত্যাঙ্গন ও বিভিন্ন ক্ষেত্রের নানা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এ অনুষ্ঠান নানা আয়োজনে ভরপুর ছিলো। কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনার পর শুরু হয় আলোচনাপর্ব। আলোচনাপর্বের পর বাঁশরীর শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এরপর এ আয়োজনের অন্যতম আকর্ষণ নাটক “নীলকুঠি” মঞ্চস্থ হয়। নাটকটির পরিবেশনায় ছিলো কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নড়াইল পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক জনাব এডভোকেট কাজী বশিরুল হক।


নিম্নলিখিত সূচি অনুযায়ী অনুষ্ঠানটি আয়োজিত হয়-

সকাল ১১.০০টা : কবিতা আবৃত্তি

দুপুর ২.০০টা   : স্থানীয় শিল্পীদের পরিবেশনা

বিকাল ৪.০০টা : আলোচনা

প্রধান অতিথি  : জনাব এ. এফ. এম হায়াতুল্লাহ, নির্বাহী পরিচালক, কবি নজরুল ইন্সটিটিউট

বিশেষ অতিথি : জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল

            জনাব মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল

           জনাব ডাঃ সাজেদা বেগম, সিভিল সার্জন, নড়াইল

                       জনাব ড. সবুজ শামীম আহসান, বিশিষ্ট সাহিত্য-সংস্কৃতি গবেষক

                      জনাব মলয় কুমার কুন্ডু, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল

                      জনাব নঈম মাশরেকী, প্রকাশক-সম্পাদক, জনপ্রশাসন পত্রিকা, ঢাকা

মুখ্য আলোচক  : জনাব মোহাম্মদ হামিদুর রহমান, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

স্বাগত বক্তব্য     : জনাব এইচ এম সিরাজ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অগ্নিবীণা

সভাপতি          : জনাব ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, সভাপতি, বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র

সন্ধ্যা ৬.৩০ মি.: বাঁশরী’র শিল্পীদের পরিবেশনা।

রাত ৮.০০টা     : নাটক “নীলকুঠি”, পরিবেশনা কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ।