ঢাকার বনানীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গা সংগীতের আসর অনুষ্ঠিত

21 November 2023

ঢাকার বনানীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গা সংগীতের আসর অনুষ্ঠিত

২১ অক্টোবর ২০২৩ শনিবার ঢাকার বনানীতে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের ২য় দিন সপ্তমীর সন্ধ্যায় ৭.৩০ মিনিটে বাঁশরী’র আয়োজনে সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত শ্রী শ্রী দুর্গা সংগীতের আসর অনুষ্ঠিত হয়।


এই আয়োজনে নজরুল রচিত দুর্গা সংগীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পী দীপান্তিকা গোলদার, রাজিয়া সুলতানা মিশি, তাপসী রায়, কাকলী রায়, গৌধূলী গোমেজ, পূরবী রায়, উম্মে রুমা ট্রফি, সুমন চন্দ্র দাস, সমুদ্র সানি, মনসুর রহমান। ১. প্রণমামী শ্রী দুর্গে ২. ওরে আয় অশুচি ৩. আনন্দ রে আনন্দ ৪. মা এসেছে মা এসেছে ৫. এলো রে এলো ঐ রণ-রঙ্গিণী ৬. ওমা দনুজ দলনী ৭. নীলোৎপল নয়না ৮. মাগো কে তুই ৯. যাসনে মা ফিরে ১০. খড়ের প্রতিমা পুজিস রে তোরা ১১. এবার নবীন মন্ত্রে হবে ১২. মায়ের আমার রূপ দেখে যা ১৩. মহাবিদ্যা আদ্যাশক্তি ১৪. জয় মহাকালী মধু ১৫. জয় রক্তবরা রক্তবর্ণা ।

ঢাকা মহানগরীর পাশাপাশি ঢাকার বাইরে বিভিন্ন পূজা মন্ডপেও বাঁশরী কবি নজরুল রচিত দুর্গাসংগীতের অনুষ্ঠান আয়োজন করে। এর অংশ হিসেবে অষ্টমীর দিনে মানিকগঞ্জে সন্ধ্যা ০৭.৩০ টায় সিদ্ধার্থ গোলদার, সুমন চন্দ্র দাস, সমুদ্র সানি, মনছুর রহমান, উম্মে রুমা ট্রফি, কাকলী রায়, রুমা হোসেন দুর্গাসংগীত পরিবেশন করেন ও আবৃত্তিশিল্পী সজীব গাজী নজরুল রচিত কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

২৩/১০/২০২৩ তারিখ সোমবার মহানবমীতে ঝিনাইদহে রাত ০৯.৩০ মি. সিদ্ধার্থ গোলদার, সুমন চন্দ্র দাস, মনছুর রহমান, উম্মে রুমা ট্রফি, সুমাইয়া অনি, রুমা হোসেন এবং নড়াইলে রাত ০৮.০০টায় বাঁশরীর শিল্পী সুদাম কুমার বিশ্বাস, পরেশ পাল, হৃদয় হোসেন, দীপান্তিকা গোলদার, নওশীন অমি, কাকলী রায় নির্ধারিত দুর্গা সংগীত পরিবেশন করেন এবং আবৃত্তিশিল্পী সজীব গাজী কবিতা আবৃত্তি করেন।