25 May 2023
কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন
গত ২৫শে মে/ জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল
ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র দিনব্যাপী নানা
কর্মসূচী গ্রহণ করে।
সকাল ৮টায় বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) কর্মীরা কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এরপর কবির সমাধি প্রাঙ্গণে বাঁশরীর শিল্পীগণ নজরুল সংগীত পরিবেশন ও বাঁশরীর আবৃত্তি শিল্পীগণ নজরুলের কবিতা আবৃত্তি করেন। সমাধিসৌধে অনুষ্ঠানের পর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে বাঁশরীর শিল্পী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) কর্মীরা ঢাকায় নজরুলের স্মৃতি-বিজড়িত স্থানসমূহ পর্যায়ক্রমে পরিদর্শন করেন। নজরুল স্মৃতি বিজড়িত স্থানগুলোর মধ্যে ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, কবি নজরুল ইন্সটিটিউট, বাংলা একাডেমির বর্ধমান হাউজ ও নজরুল মঞ্চ, বেচারাম দেউড়ি, জগন্নাথ হল, সলিমুল্লাহ মুসলিম হল, বনগাঁ লেন প্রভৃতি।