বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র নজরুল চর্চায় উৎসর্গীকৃত একটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠন নজরুল চর্চায় নিরলস কাজ করে যাচ্ছে । সাম্য, দ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি নজরুলের সৃষ্টিকর্ম গণমানুষের কাছে প্রচার ও প্রসারের মাধ্যমে মানবসমাজে বিদ্যমান শোষণ, বৈষম্য, হানাহানি, সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে মুক্ত করে মাথা উঁচু করে বাঁচার দীক্ষায় দীক্ষিত করতে চায় বাঁশরী। সে লক্ষ্যে এই সংগঠন নিজের অবস্থান থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র’র প্রতিষ্ঠাতা ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বাঁশরীর সভাপতি হিসেবে দায়িত্ব নির্বাহ করছেন। সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোঃ জাকির হোসেন।
বর্তমান দেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে নজরুল চর্চা অত্যন্ত জরুরী। সে ভাবনা থেকেই বাঁশরীর প্রতিষ্ঠা। বাঁশরীর প্রতিষ্ঠাতা ড. ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান। বাঁশরী চায় নজরুলের চিন্তা-চেতনা দেশ-বিদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। ২০ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ – ১০ মোহররম ১৪৩৬ হিজরি – ৪ নভেম্বর ২০১৪ খ্রিস্টাব্দ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বাঁশরীর যাত্রা শুরু হয়। Nazrul practice is very important in the present country and global context. From that thought, the establishment of the flute. The founder of the flute. Eng. Md. Khalekuzzaman. Banshri wants to spread Nazrul's thoughts and feelings among the people of the country and abroad. 20 Kartik 1421 Bangla - 10 Muharram 1436 Hijri - 4 November 2014 AD The journey of the flute began by offering floral tributes at the tomb of National Poet Kazi Nazrul Islam.
বাঁশরীর লক্ষ্য দেশ ও বিদেশে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নজরুল চেতনার বিকাশ ঘটানো এবং লিঙ্গ-ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে বিভেদহীন সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা।
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নজরুল চেতনার বিকল্প নেই। বাঁশরী নজরুলের সাহিত্যকর্ম প্রচার ও প্রসারের মাধ্যমে তাঁর জীবনদর্শন ও অসাম্প্রদায়িক চেতনা সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। বাঁশরী সবাইকে সাথে নিয়ে কাজ করতে চায়। আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।