বাঁশরী প্রতিষ্ঠার দিন ২০ কার্তিক, ১৪২১ বঙ্গাব্দ (৪ঠা নভেম্বর ২০১৪ খ্রিস্টাব্দ) থেকে প্রতিদিন কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে থাকে। ৪ঠা নভেম্বর, ২০১৪ সালে কবির সমাধিবেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে “বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র”র শুভ সূচনা হয়। এই দিনে উপস্থিত ছিলেন বাঁশরীর প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার মোঃ খালেকুজ্জামান, বাঁশরীর সহ-প্রতিষ্ঠাতা দেবী সুচিত্রা হাজং, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) সাবেক সিইও প্রয়াত জনাব ওয়াহিদুর রহমান, বাঁশরীর সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন, মোসলেম উদ্দিন, শফিক আহমেদ, রমজান আলী, কামাল হোসেন, আনিসুর রহমান, প্রতাপ হাজং, মিঠুন কুমার কোচ, সারাবান তহুরা ও জয়ন্ত হাজং।