২০ অক্টোবর ২০২৪

নজরুল আড্ডা, ২০শে অক্টোবর ২০২৪

২০শে অক্টোবর ২০২৪ তারিখ বাংলা মাসের ১ম রবিবার বিকাল ৫টায় বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে মাসিক নজরুল আড্ডা অনুষ্ঠিত হয়। সজীব গাজীর সঞ্চালনায় আড্ডায় সংগীত পরিবেশন করেন বাঁশরীর নিয়মিত শিল্পীসহ অতিথি শিল্পীবৃন্দ। আড্ডায় উপস্থিত ছিলেন নজরুল অনুরাগী, ভক্ত, বাঁশরীর শিল্পী ও বন্ধু’র কর্মীগণ।

১৫ সেপ্টেম্বর ২০২৪

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে বাঁশরী'র বিশেষ নজরুল আড্ডা ২০২৪

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে ১৫ সেপ্টেম্বর ২০২৪ বাঁশরী'র বিশেষ নজরুল আড্ডা অনুষ্ঠিত হয়। এতে বাঁশরীর শিল্পীসহ আড্ডায় আগত অতিথি শিল্পীগণ অংশগ্রহণ ও সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।

১৮ ফেব্রুয়ারি ২০২৪

নজরুল আড্ডা, ১৮ই ফেব্রুয়ারি

১৮ই ফেব্রুয়ারি ২০২৪ বাংলা মাসের প্রথম রবিবার সন্ধ্যা ৬টায় নজরুল আড্ডা অনুষ্ঠিত হয়। এতে বাঁশরীর নিয়মিত সংগীতশিল্পী, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র কর্মী, নজরুল অনুরাগী দর্শক-শ্রোতা, নজরুলবোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এ আড্ডার বিশেষ আকর্ষণ ছিল কোলকাতা থেকে আগত নজরুল অনুরাগী অতিথিদের আড্ডায় অংশগ্রহণ এবং সংগীত পরিবেশন।

১৮ সেপ্টেম্বর ২০২৩

দেবী সুচিত্রা হাজং এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন ও নজরুল আড্ডা

গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র সহ-প্রতিষ্ঠাতা দেবী সুচিত্রা হাজং এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এই দিনে সুচিত্রা হাজং এর সমাধিতে বাঁশরী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। অসচ্ছল ও গরীব হাজং পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

৩০ আগস্ট ২০২৩

বিশেষ নজরুল আড্ডা

৩০ শে আগস্ট ২০২৩, বুধবার সন্ধ্যা ৬টায় বাঁশরি একটি নজরুল চর্চা কেন্দ্র’র একটি বিশেষ আড্ডা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাঁশরি-একটি নজরুল চর্চা কেন্দ্র, ভারত শাখার সভাপতি দেবারতি দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী জনাব টিটো মুন্সী, নজরুল গবেষক মাহবুবুল হকসহ শিল্পী রুমী আজনবী, গুলে ফেরদৌস লতা, সংগীতা পাল, ত্রিবেণী পান্না প্রমুখ। আড্ডায় সংগীতা পালের গান পরিবেশনের মধ্য দিয়ে আড্ডার কার্যক্রম শুরু হয়। অতিথি দেবারতি দত্তকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন শিল্পী ত্রিবেণী পান্না। আড্ডায় সংগীত পরিবেশন করেন দেবারতি দত্ত, গানের পাশাপাশি তিনি নজরুল ও বাঁশরি নিয়ে তাঁর ভাবনা আড্ডায় উপস্থিত দর্শক-শ্রোতাদের সাথে সহভাগিতা করেন। তাঁর সাথে আলোচনায় যোগ দেন বাঁশরীর সভাপতি ড. ইঞ্জি. খালেকুজ্জামান। বাঁশরীর সাধারণ সম্পাদক জাকির হোসেন নজরুলকে নিয়ে বাঁশরীর কার্যক্রম তুলে ধরেন। এরপর একে একে সংগীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পী সংগীতা পাল, ত্রিবেণী পান্না, সিদ্ধার্থ গোলদার প্রমুখ।

২০ আগস্ট ২০২৩

নজরুল আড্ডা

নজরুল আড্ডা- বাঁশরী ২০১৭ সাল থেকে “নজরুল আড্ডা” শীর্ষক পাক্ষিক অনুষ্ঠান আয়োজন করে আসছে। বর্তমানে প্রতি বাংলা মাসের প্রথম রবিবার নজরুল আড্ডা অনুষ্ঠিত হয়। নজরুল আড্ডা বাঁশরীর একটি নিয়মিত আয়োজন।