08 June 2024
সপ্তাহব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্য সমারোহ-২০২৪’ অনুষ্ঠিত
‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের মুক্তি’ এই মূলসুরে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে ঢাকা মহানগরীর বেইলি রোডের নাটক সরণিসংলগ্ন মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নজরুলজয়ন্তী উপলক্ষে ১ থেকে ৭ জুন প্রথমবারের মত অনুষ্ঠিত হলো সাত দিনব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্য সমারোহ-২০২৪’ নাট্যোৎসব। উৎসবের আমেজ ও আনন্দমুখর পরিবেশে ৭ দিন ধরে এই উৎসব অনুষ্ঠিত হয় যা নজরুলের সাহিত্যকর্ম চর্চা, প্রচার ও প্রসারের ক্ষেত্রে এক নতুন ইতিহাস ও নবদিগন্তের সূচনা করেছে। নতুন প্রজন্মের সামনে নজরুলের রচিত নাটক ও লেটোনাটক তুলে ধরার এই উদ্যোগে প্রখ্যাত নাট্যকার, নাট্য নির্দেশক, নাট্যব্যক্তিত্ব, নাট্যকর্মী এবং নাট্যপ্রেমী ও নজরুল অনুরাগী দর্শক-শ্রোতাদের পদচারণায় মুখর ছিল বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন। দর্শকসারিতে উপস্থিতি ছিল মামুনুর রশিদ ও রামেন্দু মজুমদারের মত বিশিষ্ট নাট্যজনের।
১ জুন শনিবার বিকাল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের শুভসূচনা হয়। সন্ধ্যা ৬.৩০ মিনিটে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় লেটোনাটক “বউয়ের বিয়ে’ দিয়ে শুরু হয় নাট্যোৎসব। এরপর সন্ধ্যা ৭টায় নাটক “সেতু-বন্ধ” মঞ্চস্থ হয়, পরিবেশনায় ছিল বাঁশরী রেপার্টরী থিয়েটার।
২ জুন রবিবার সন্ধ্যা ৬.৩০মি. পরিবেশিত হয় লেটোনাটক "সুদখোর ব্রজেন মুখার্জী", পরিবেশনায় ছিল থিয়েটার ৫২। সন্ধ্যা ৭ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি মঞ্চস্থ করে লেটোনাটক "বউয়ের বিয়ে"।
৩ জুন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় পালানাটক “বনের মেয়ে পাখি” যা পরিবেশন করে বাঁশরী রেপার্টরী থিয়েটার।
৪ জুন সন্ধ্যা ৬.৩০মি. মেঠোপথ থিয়েটার এর পরিবেশনায় মঞ্চস্থ হয় লেটোনাটক “হারাধনের বিয়ে”। এর পরপরই সন্ধ্যা ৭টায় লেটোনাটক “স্বামী-স্ত্রীর ঝগড়া” মঞ্চায়ন করে বহর নাট্য নৃত্যদল।
৫জুন সন্ধ্যা
৭টায় দেশ অপেরা মঞ্চস্থ করে যাত্রাপালা “বিদ্রোহী নজরুল”।
গাজীপুর শিল্পকলা একাডেমি ৬জুন বৃহস্পতিবার, সন্ধ্যা ৬.৩০টায় মঞ্চস্থ করে নাটক “পুতুলের বিয়ে”। সন্ধ্যা ৭.৩০মি. বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় লেটোনাটক “বিদ্যাভূতুম”।
৭জুন শুক্রবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সকাল ১০টায় “নজরুল নাটকের কথা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ড. রতন সিদ্দিকীর উপস্থাপনায় সেমিনারে প্রবন্ধ পাঠ করেন আমিনুর রহমান। সন্ধ্যা ৭টা পালানাটক “নীলকুঠি”, পরিবেশনায় কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ। “নীলকুঠি” নাটকের কুশীলবদের প্রাণবন্ত অভিনয়ের মধ্য দিয়ে নাটকটির সমাপ্তি ঘটে। নাটকের পর দর্শক-শ্রোতাগণ মঞ্চে উঠে নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠেন। আর এর মধ্য দিয়ে ৭দিন ব্যাপী এই ব্যতিক্রমধর্মী নাট্যোৎসবের পরিসমাপ্তি ঘটে।