21 August 2023
কুমিল্লার মুরাদনগরে নববর্ষ মেলা
কুমিল্লার মুরাদনগরে ১৯২১ সালের চৈত্র থেকে জ্যৈষ্ঠ এই তিন মাস কবি অবস্থান করেছিলেন এবং বৈশাখী মেলায় অংশ নিয়েছিলেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে নজরুলের কুমিল্লায় এই অবস্থান নানাভাবেই তাৎপর্যপূর্ণ। নজরুলের কুমিল্লার মুরাদনগরে অবস্থানের এই স্মৃতিকে স্মরণ করতে এবং তা বর্ণাঢ্যভাবে উদযাপন করতে সেই স্মৃতি বিজড়িত স্থানে বাঁশরী “নববর্ষ মেলা” আয়োজন করার উদ্যোগ নিয়েছে। প্রথম ২০১৮ সালে এই মেলার আয়োজন করা হয়।