Nazrul Institute
Nazrul Institute Logo

কবি নজরুল ইন্সটিটিউট

বাঁশরী অন্যান্য সমমনা নজরুলভিত্তিক সংগঠনের সাথে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে নজরুলের সাহিত্যকর্ম প্রচার, প্রসার এবং চর্চায় একসাথে কাজ করতে ইচ্ছুক। ইতোমধ্যে বাঁশরী  নজরুলভিত্তিক বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। 

বাঁশরী কবি নজরুল ইন্সটিটিউটের সাথে সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে।

বাঁশরী ও নজরুল ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে মানিকগঞ্জ জেলায় ৭টি উপজেলার ১৪টি স্কুলে নজরুলের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। 

১৪ই জানুয়ারি থেকে ২১ জানুয়ারি, ২০১৬ পর্যন্ত ফরিদপুরের ৫টি স্কুল ও ১টি মাদ্রাসায় নজরুলের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশিত গ্রন্থ বাঁশরী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগারে সরবরাহ করে থাকে। 

Error:
Value cannot be null.
Parameter name: writer