বিশ্বব্যাপী মানুষে মানুষে বিভেদ, শ্রেণিবৈষম্য, বর্ণবাদ, জাতিভেদ, গোঁড়ামি, কুসংস্কার বিরাজমান, যা দূর করা অত্যন্ত জরুরী। এক্ষেত্রে কাজী নজরুল ইসলামের জীবনদর্শন ও সৃষ্টিকর্ম রাখতে পারে যুগান্তকারী ও ও অগ্রণী ভূমিকা। এই প্রচেষ্টা হিসেবে বাঁশরী তার কার্যক্রম বিস্তৃত করতে অনবরত কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বাঁশরী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তার কার্যক্রম শুরু করেছে এবং বাঁশরীর একটি শাখা প্রতিষ্ঠা করেছে। বাঁশরী, ভারত শাখার সভাপতি হিসেবে আছেন দীপা দাস।