03 February 2025

অমর একুশে বইমেলায় বাংলা একাডেমির আমন্ত্রণে বাঁশরী'র নজরুল সংগীত পরিবেশন

প্রতিবার বইমেলা আয়োজনের ধারাবাহিকতায় বাংলা একাডেমি “জুলাই গণ অভ্যুত্থান – নতুন বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক মূলসুর নিয়ে গত ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫। এ উপলক্ষে বাংলা একাডেমি বইমেলার পাশাপাশি মাসব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ বাংলা একাডেমির আমন্ত্রণে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র উক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করে। বাঁশরীর শিল্পীগণ এতে নির্বাচিত ৫টি নজরুল সংগীত পরিবেশন করেন।