কুমিল্লার মুরাদনগরে ১৯২১ সালের চৈত্র থেকে জ্যৈষ্ঠ এই তিন মাস কবি অবস্থান করেছিলেন এবং বৈশাখী মেলায় অংশ নিয়েছিলেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে নজরুলের কুমিল্লায় এই অবস্থান নানাভাবেই তাৎপর্যপূর্ণ।
গত ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতি, শুক্র ও শনিবার (বাংলা ৩, ৪ ও ৫ ফাল্গুন ১৪২৯) কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর প্রাঙ্গণ কার্পাসডাঙ্গা, দামুড়হুদা, চুয়াডাঙ্গায় বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি পরিষদ এর আয়োজনে এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) সহযোগিতায় তিন দিনব্যাপী নজরুল মেলা অনুষ্ঠিত হয়।